ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। পাঁচ জন খেলোয়াড় বাছাইকৃত হয়েছে। সেইল ফুটবল একাডেমির জন্য রাজ্যের ফুটবল খেলোয়াড়দের জন্য এটি একটি আশাপ্রদ খবর। বিগত বছরের মতো এবারও সেইল ফুটবল একাডেমির জন্য ত্রিপুরা থেকে ফুটবলার বাছাইয়ের জন্য বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেকশন ট্রায়ালের ব্যবস্থা করা হয়েছিল। দুদিন ব্যাপী এই সিলেকশন ট্রায়ালে সেইল ফুটবল একাডেমি থেকে সেইলের উচ্চপদস্থ আধিকারিক তথা ইস্টবেঙ্গল, মোহনবাগান দলের প্রাক্তন ফুটবলার ও কোচ প্রমুখ আগরতলায় এসেছিলেন। তাঁদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত সিলেকশন ট্রায়াল থেকে পাঁচজন প্রতিভাবান ফুটবলারকে বাছাই করা হয়েছে। সেইল ফুটবল একাডেমির জন্য। উল্লেখ্য, এবারের বাছাইকৃত ফুটবলাররা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের ঝাড়খণ্ডের বোকারোস্থিত সেইল ফুটবল একাডেমিতে প্রশিক্ষণের সুযোগ পাবে। বাছাইকৃত পাঁচ ফুটবলাররা হলঝ আদিত্য কুমার সিনহা, কোয়ারিং দেববর্মা, থোঙ্গাম নিকোলাস সিং, বিশাল দেববর্মা ও সমাই জমাতিয়া। যথাসময়ে তাদের ঝাড়খণ্ডের বোকারোতে সেইল ফুটবল একাডেমিতে ডেকে নেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে, এই ফুটবলার সিলেকশন ট্রায়ালের ব্যবস্থাপনায় ছিল ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। জয়েন্ট সেক্রেটারি পার্থসারথি গুপ্ত টিএফএ-র পক্ষ থেকে তাতে প্রতিনিধিত্ব করেছেন।
2022-12-07