তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : তৃণমূলের জাতীয় মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেফতার করল গুজরাট পুলিশ। মঙ্গলবার ভোররাতে জয়পুর বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় সাকেতকে। মঙ্গলবার টুইটে এই কথা জানালেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন।ডেরেকের দাবি, সোমবার রাতে নয়াদিল্লি থেকে জয়পুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন সাকেত গোখলে। জয়পুর বিমানবন্দরে পৌঁছতেই গুজরাত পুলিশ তাঁকে গ্রেফতার করে বলে টুইটে জানান ডেরেক। তিনি আরও জানান, গ্রেফতারের আগে সাকেতকে দু’মিনিটের জন্য ফোন কল করার সময় দিয়েছিল পুলিশ। তারপরই সাকেতের সমস্ত জিনিসপত্র এবং ফোন নিয়ে নেওয়া হয় বলে জানান তিনি।

তাঁর অভিযোগ, গুজরাতের মোরবি সেতু বিপর্যয় নিয়ে মুখ খুলেছিলেন সাকেত। এ ব্যাপারে আহমেদাবাদ সাইবার সেলে একটি অভিযোগ জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন ডেরেক।