নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ ৬ ডিসেম্বর ১৯৬২ সালে কাস্টমস অ্যাক্ট তৈরি হয়৷ মঙ্গলবার কাস্টমস অ্যাক্টের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে কাস্টমস অফিস আগরতলার উদ্যোগে এক রেলির আয়োজন করা হয়৷বড়দোয়ালী স্থিত কাস্টমস অফিস থেকে এই যাললী শুরু হয়ে আশপাশের এলাকা পরিক্রমা করে নেতাজী চৌমুহনী স্থিত নতুন ভবন পর্যন্ত যায়৷ এদিনের যাএলীতে কাস্টমস অফিসারের পাশাপাশি এক্সপোর্টার, ইমপোর্টার ও সাধারন মানুষ অংস নেয়৷ মূলত কাস্টমস সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই যা লীর আয়োজন করা হয়৷ রাজ্যবাসীকে সঙ্গে নিয়ে রাজ্যের অর্থ নৈতিক উন্নতি করতে চায় কাস্টমস৷
2022-12-06

