মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.) : কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোমাই সরকারের মহারাষ্ট্রের ধৈর্যের পরীক্ষা করা উচিত নয় বলে মনে করেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির(এনসিপি) সভাপতি শরদ পাওয়ার। তিনি বলেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী ভাসবরাজ বোমাইয়ের উস্কানিমূলক বক্তব্যের জন্য আজ যে পরিস্থিতি তৈরি হয়েছে মহারাষ্ট্র ও কর্ণাটকের সীমান্তবর্তী গ্রামগুলিতে। এটা শুধু মহারাষ্ট্রের জন্যই নয়, দেশের জন্যও উদ্বেগজনক। শরদ পাওয়ার বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি দুই রাজ্যের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হয় তবে তিনি নিজেই বেলাগাভি পরিদর্শন করবেন।
শরদ পাওয়ার মঙ্গলবার সাংবাদিকদের বলেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উচিত সব দলের নেতাদের বৈঠক ডেকে এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা। আমরা জানতে পেরেছি যে উপমুখ্যমন্ত্রী কর্ণাটকের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছেন কিন্তু কিছুই হচ্ছে না। এই বিষয়টি বন্ধ করতে উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের কথা বলতে হবে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। শরদ পাওয়ার বলেন, তিনি সমস্ত দলের সাথে আলোচনা করে এই বিষয়টি সংসদে উত্থাপন করতে চলেছেন।শরদ পাওয়ার আরও বলেন, গত সপ্তাহ থেকে উভয় রাজ্যের অবাধ বক্তব্য অব্যাহত রয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী অপ্রয়োজনীয় বিবৃতি দিয়ে এই আক্রমণগুলিকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন যখন মহারাষ্ট্রের মানুষের মনোভাব ধৈর্যশীল। এই পুরো ঘটনায় কেন্দ্রীয় সরকার দর্শকের ভূমিকা পালন করছে, যা ঠিক নয়।