১০ বছর আগের তুলনায় ভারত এখন অনেক বেশি স্থিতিস্থাপক : ধ্রুব শর্মা

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): ভারত এখন ১০ বছর আগের তুলনায় অনেক বেশি স্থিতিস্থাপক। বললেন বিশ্বব্যাঙ্কের সিনিয়র অর্থনীতিবিদ ধ্রুব শর্মা। মঙ্গলবার তিনি বলেছেন, বিগত ১০ বছরে গৃহীত সমস্ত পদক্ষেপ ভারতকে বিশ্বব্যাপী হেডওয়াইন্ডে চালিত করতে সহায়তা করছে। ধ্রুব শর্মা আরও বলেছেন, “এই বছরের ব্যবধানে রুপির মাত্র ১০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। অন্যান্য উদীয়মান বাজারের তুলনায় ভারত এতটা খারাপ করেনি।”

আবার বিশ্বব্যাঙ্কের আর এক অর্থনীতিবিদ অগাস্টে তানো কৌমে বলেছেন, “ভারত অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী। সরকার অর্থনীতিকে স্থিতিস্থাপক করতে অনেক কাজ করেছে এবং অর্থনীতিকে গতিশীল করার জন্য অনেক প্রচেষ্টা করছে।” প্রসঙ্গত, বিশ্বব্যাঙ্ক নিজস্ব ২০২২-২৩ জিডিপি পূর্বাভাস সংশোধন করেছে 6.৫ শতাংশ থেকে ৬.৯ শতাংশ পর্যন্ত, ভারতে শক্তিশালী অর্থনৈতিক কার্যকলাপের কারণে। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, ভারতীয় অর্থনীতি ২০২২-২৩ সালে ৬.৯ শতাংশ হারে বৃদ্ধি পাবে, অক্টোবরে করা ৬.৫ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে বিশ্বব্যাঙ্ক।