নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সিপিএম বিজেপি জোট বেঁধেছে বাম বিধায়কের কুর্তি গ্রামে৷ জোট বলতে বিজেপির বিক্ষুব্ধ পঞ্চায়েত সদস্য ও সিপিএম দলের পঞ্চায়েত সদস্যারা মিলে অনাস্থা আনে প্রধান ও উপ প্রধানের উপর৷ এগারো আসনের কুর্তি গ্রাম পঞ্চায়েতটি বিজেপি দলের আটজন ও সিপিআইএম দলের তিনজন নির্বাচিত প্রতিনিধি হওয়াতে পঞ্চায়েতটি সিপিআইএম দলের হাত থেকে বিজেপির দখলে আসে৷ কিন্তু বিজেপির দখলে আসার পর থেকে পঞ্চায়েতে লাগামহীন দুর্নীতি ও স্বজন পোষণ নিয়ে সরব হন বিজেপি দলের চারজন পঞ্চায়েত সদস্য সদস্যা৷ তাদের সঙ্গে সামিল হন বিরোধী সিপিআইএম দলের অপর তিন জন পঞ্চায়েত সদস্যরা৷ অথচ তাদের অভিযোগকে পাত্তা না দিয়ে বিজেপি দলের নির্বাচিত প্রধান সুব্রত শব্দকর, উপ প্রধান ফারহান খান সহ দুই সদস্য মিলে অবাধে দুর্নীতি চালানোর অভিযোগ উঠতে শুরু করে৷ অবশেষে নিরুপায় হয়ে বিজেপি দলের চার পঞ্চায়েত সদস্য আলতাফ হোসেন, রিয়াজ আলী, জোবেদা খাতুন, আমিনা বেগম সহ সিপিআইএম দলের তিন জন পঞ্চায়েত সদস্য সদস্যা গত পনেরো অক্টোবর জেলা পঞ্চায়েত অফিসারের নিকট অনাস্থা প্রস্তাব আনেন৷সেই মোতাবেক গত চৌদ্দ নভেম্বর সোমবার অনাস্থা প্রস্তাবের একমাস পূর্ন হয়৷ তাছাড়া এদিন পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন দুপুর বারোটায় স্থানীয় পঞ্চায়েতে ছয় দফা দাবি নিয়ে গন ডেপুটেশনে মিলিত হন অনাস্থা প্রস্তাবকারী সাতজন পঞ্চায়েত সদস্য সদস্যা সহ স্থানীয় জনগণ৷ অনাস্থা প্রস্তাব আনা সাতজন পঞ্চায়েত সদস্য সদস্যাদের অতিসত্বব নো কনফিডেন্স এর জন্য অতিসত্বর স্পেশাল মিটিংয়ের ব্যবস্থা করার দাবি তুলেন৷ তারপর ছয় ডিসেম্বর স্পেশাল মিটিং এর দিনক্ষণ ধার্য হয়৷ কিন্তু কাকতালীয় ভাবে পাঁচ ডিসেম্বর বিবৃতির স্পেশাল মিটিং বাতিল করলে বিদ্রোহী সাত জন পঞ্চায়েত সদস্য সদস্যাদের মধ্যে চরম ক্ষোভ দেখা দেয়৷তার জেরে সাতজন পঞ্চায়েত সদস্য সদস্যা ও সানীয় জনগণ মঙ্গলবার সকাল এগারোটায় পঞ্চায়েত অফিসে তালা দিয়ে তসিল টিল্লার মূল ফটকে তালা ঝুলিয়ে প্রতিবাদ শুরু করেন৷তাতে করে পঞ্চায়েত সহ একাধিক সরকারি প্রতিষ্ঠান তালা বন্দি হয়ে পড়ে৷ প্রতিবাদকারীদের দাবি অতিসত্বব স্পেশাল মিটিং না হলে তাদের এই প্রতিবাদ চলবে৷তবে প্রশাসনিক তরফে কোন আধিকারিক ঘটনাস্থলে আসেন নি৷
2022-12-06