ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।।স্টিল অথরিটি অফ ইন্ডিয়া বোকারোর তরফে তিনজন প্রতিনিধি এলেন ত্রিপুরায়। অনুর্ধ ১৬ বছর বিভাগে প্রতিভাবান ফুটবলার বাছাই করতেই তারা এলেন। তিনজন হলেন চিফ কোচ সুভাষ রাজ্জাক, প্রাক্তন দুই ফুটবলার সরজিত সরকার ও চঞ্চল ভট্টাচার্য। টেলেন্ট বাছাই করতেই গোটা ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছেন এই স্টিল অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধিরা। এরই অঙ্গ হিসেবে দুদিনের রাজ্য সফরে এলেন তারা। মঙ্গলবার সকালে উমাকান্ত ময়দানে যথারীতি শুরু হলো তাদের ট্রায়াল ক্যাম্প। এই ক্যাম্পে গোটা রাজ্য থেকে প্রায় ১০০ জন ফুটবলার অংশগ্রহণ করলো। যাবতীয় সব ব্যবস্থাপনা করলো রাজ্য ফুটবল সংস্থ্যা। পার্বত্য দুহিতা এই রাজ্যে ফুটবলে প্রতিভার অভাব নেই। তাই বাছাই করতে এবার ফের এলেন স্টিল অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধিরা। তাদের সঙ্গে মাঠে উপস্থিত ছিলেন টি এফ এর যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত। ফুটবলারদের ফিটনেস থেকে শুরু করে এনডোরেন্স, স্কিল, টেকনিক সবই যাচাই করলেন স্টিল অথরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধিরা। গোটা বিষয়টা মিডিয়ার সামনে তুলে ধরলেন টি এফ এর যুগ্ম সচিব পার্থ সারথি গুপ্ত। প্রতিটি রাজ্যেই চলছে এই ফুটবলার বাছাই পর্ব। এরপর চূড়ান্ত বাছাই হবে বোকারোতে। চূড়ান্ত বাছাইয়ে যারাই নির্বাচিত হবে, তাদের থাকা খাওয়া পড়াশোনা সহ খেলাধুলার পুরো দায়িত্ব বহন করবে স্টিল অথরিটি অব ইন্ডিয়া। বুধবার দিন ও চলবে উমাকান্ত ময়দানে এই ট্রায়াল ক্যাম্প। রাজ্য ফুটবলের অগ্রগতির এ এক অন্যতম ধাপ বলেই মনে করছেন ফুটবল প্রেমীরা। কেন না এই বাছাইয়ে যারাই নির্বাচিত হবে ত্রিপুরা থেকে তাদের ভবিষ্যৎ ও উজ্বল যে হবে তা বলাই শ্রেয়। বিশ্বস্ত সূত্রে খবর, বেশ কয়েকজন ফুটবলার নজর কেড়ে নিয়েছেন স্টিল অথরিটি অব ইন্ডিয়ার পক্ষে থেকে আসা ৩ প্রতিনিধিদের।
2022-12-06

