আগরতলা, ৬ ডিসেম্বর (হি. স.) : ত্রিপুরায় ৬০তম নিখিল ভারত অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস- ২০২২ আজ যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। অরুন্ধতীনগরের মনোরঞ্জন দেববর্মা স্মৃতি ময়দানে কেন্দ্রীয়ভাবে এই দিনটি পালনের কর্মসূচি আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা মন্ত্রী রামপ্রসাদ পাল কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং ময়দানে উপস্থিত সকলকে বিপর্যয় প্রস্তুতির শপথ বাক্য পাঠ করান। এদিনের কুচকাওয়াজে এসডিআরএফ, হোমগার্ড, অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর এবং সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেছেন।
এদিন অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দফতরের মন্ত্রী রামপ্রসাদ পাল জননিরাপত্তায় যেসকল হোমগার্ড ও সিভিল ডিফেন্সের কর্মীগণ শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। তিনি বলেন, ত্রিপুরায় যে কোনও ধরনের দুর্যোগ মোকাবিলায় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করছেন। সাধারণ আইন শৃঙ্খলা রক্ষা, প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ মোকাবিলায়, যানবাহন যাতায়াত নিয়ন্ত্রণ সহ বিভিন্ন কাজে নিযুক্ত থাকেন এই দুটি বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবকরা।
সাথে তিনি যোগ করেন, সমাজের সকলস্তরের মানুষের সঠিক প্রস্তুতি থাকলে যে কোনও দুর্যোগের সময় ক্ষয়ক্ষতির ব্যাপ্তি অনেকটা হ্রাস করা সম্ভব। তারজন্য রাজ্য সরকার সেমিনার, কর্মশালা, বিপর্যয় মহড়ার মাধ্যমে সাধারণ জনগণকে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। অগ্নি নির্বাপক মন্ত্রী শ্রীপাল দেশের যে কোনও সংকটে আত্মনিয়োগ করার জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানান।
এদিকে রাজস্ব দপ্তরের প্রধান সচিব পুনিত আগরওয়াল বলেন, ২০২১ সালের ২৭ জুলাই থেকে ত্রিপুরার সবকটি জেলাতেই সিভিল ডিফেন্সের কর্মপরিধি বিস্তৃত করা হয়েছে। বর্তমানে ত্রিপুরায় প্রায় ২ হাজার সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবী রয়েছেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে প্যারেডে উৎকর্ষতার জন্য এসডিআরএফ’ এর ১ নম্বর প্ল্যাটুন, অগ্নি নির্বাপক ও জরুরি পরিষেবা দপ্তর এবং হোমগার্ডের ২ নম্বর প্ল্যাটুনকে যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার দেওয়া হয়েছে৷
তাছাড়াও ৮টি জেলার ১ জন করে সিভিল ডিফেন্স স্বেচ্ছাসেবী ও আপদা মিত্রদের হাতে শংসাপত্র ও মেমেন্টো তুলে দেওয়া হয়। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা প্রদর্শনী, দুর্যোগ মোকাবিলা মহড়াও অনুষ্ঠিত হয়েছে।