নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ মঙ্গলবার যথাযোগ্য মর্যাদার সাথে প্রদেশ বিজেপি কার্যালয়ে পালন করা হয় ভারতরত্ন ডঃ বি আর আম্বেদ করের ৬৭ তম তিরোধান দিবস৷ প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা৷ উপস্থিত সকলে এইদিন ডঃ বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন৷ মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এক সাক্ষাৎকারে জানান ভারতবর্ষের সংবিধানের প্রনেতা ছিলেন ডঃ বি আর আম্বেদকর৷ ১৯৫৬ সালে ৬ ডিসেম্বর প্রয়াত হন ডঃ বি আর আম্বেদকর৷ তিনি অর্থনীতি বিদের পাশাপাশি রাজনীতিবিদ ছিলেন৷ ভারতবর্ষের সংবিধানের ড্রাফট কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি৷ ডঃ বি আর আম্বেদকর দলিতদের জন্য যে সকল কাজ করে গেছেন সেই বিষয়ে সকলে জানতে হবে বলেও অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ প্রদেশ বিজেপি কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠান শেষে বিজেপির তপশিলি জাতি মোর্চার উদ্যোগে রাজধানীতে এক পদযাত্রা সংগঠিত করা হয়৷ প্রদেশ বিজেপি কার্যালয় প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়৷ এইদিনের এই পদযাত্রা রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে৷
2022-12-06

