নজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সারা রাজ্যের সাথে যথাযোগ্য মর্যাদার সঙ্গে সংবিধান প্রনেতা ডঃ বি আর. আম্বেদকর জীর ৬৭ তম প্রয়ান দিবস পালন করল আর কে পুর মন্ডল এসি মোর্চা৷ মঙ্গলবার রাজারবাগ স্থিত আর কে পুর মন্ডল কার্যালয়ের সামনে ডক্টর বি আর আম্বেদকর এর প্রতি শ্রদ্ধা জানানো হয়৷ পরবর্তী সময়ে উদয়পুর শহরে এক পদযাত্রা বের হয়৷ পদযাত্রায় উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি প্রবীর দাস, তপশিলি জাতি মোর্চার মন্ডল সভাপতি মানিক দাস , কিষাণ মোর্চার রাজ্য কমিটির সদস্য পান্নালাল সাহা সহ সকল অংশের তপশিলি জাতিভুক্ত কর্মী সমর্থকরা৷
2022-12-06