আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের নারানপুরায় এএমসি সাব-জোনাল অফিসে গিয়ে ভোট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভোট দিতে সোমবার সকালে নারানপুরার এএমসি সাব-জোনাল অফিসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সঙ্গেই ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরা। অমিত শাহের ছেলে ও বিসিসিআই সচিব জয় শাহও নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোট দেওয়ার পর সপরিবারে মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন। অমিত শাহ, তাঁর স্ত্রী সোনাল শাহ, ছেলে জয় শাহ আহমেদাবাদের একটি মন্দিরে গিয়ে পূজার্চনা করেছেন। বেশ কিছুটা সময় মন্দিরে কাটিয়েছেন তাঁরা। অমিত শাহ এদিন সকালে গুজরাটের জনগণকে বিপুল মাত্রায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

