করিমগঞ্জ (অসম) ৫ ডিসেম্বর (হি.স.) : রবিবার রাতে করিমগঞ্জ শহরে অবস্থিত স্বাস্থ্য বিভাগের ম্যালেরিয়া অফিসে দুঃসাহসীক চুরির কান্ডের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে । সোমবার সকালে কার্যালয়ে কর্মীরা এসে চুরির বিষয়টি দেখতে পান ।
জানা গেছে যে, শনিবার দিন কার্যালয় বন্ধ করার সময় কর্মীরা যথারীতি কার্যালয়ের দরজা তালা দিয়ে চলে যান। রবিবার সাপ্তাহিক ছুটি থাকার পর আজ সোমবার সকালে কার্যালয়ে কর্মীরা এসেই দেখতে পান কার্যালয়ের দরজার তালা ভাঙা। ভিতরে প্রবেশ করে কর্মীরা দেখতে পান মনিটর সহ সিপিইউ, কি-প্যাড, ইউপিএস সহ কম্পিউটারের অন্যান্য সামগ্রী নেই । তাঁরা সঙ্গে সঙ্গে বিষয়টি চিফ মেডিক্যাল এণ্ড হেলথ অফিসার (সিডি) ডা: রঞ্জিত বৈদ্যকে জানান । এরপর তিনি তৎক্ষনাৎ কার্যালয়ে ছুঁটে এসে বিষয়টি অবগত হয়ে এমর্মে সদর থানায় একটি লিখিত এজাহার দাখিল করেন। দুঃসাহসিক চুরি কান্ডের ঘটনায় তদন্ত শুরু করেছেন করিমগঞ্জের সদর পুলিশ । কিন্তু সোমবার রাত্র অবধি কোন সাফল্য লাভ করতে পারেননি ।
প্রসঙ্গত সীমান্ত শহর করিমগঞ্জে এই চুরির ঘটনা নতুন কিছু নয় । প্রতিদিনই কোন কোন স্থানে চুরি কান্ড ঘটে গেলে এতে নিরুপায় পুলিশ ।