গুজরাটের মানুষ বরাবরই স্মার্ট, তাঁরা সর্বদা ভেবেচিন্তে ভোট দেন : ভি কে সাক্সেনা

আহমেদাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.): গুজরাটের মানুষ বরাবরই স্মার্ট, তাঁরা সর্বদা ভেবেচিন্তেই ভোট দেন। বললেন দিল্লির উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা। গুজরাট বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় সোমবার সকালে আহমেদাবাদের একটি পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা। সস্ত্রীক ভোট দিয়েছেন তিনি।

পরে দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা বলেছেন, “এটি গণতন্ত্রের উৎসব। প্রত্যেকেরই উচিত নিজস্ব ভোটাধিকার প্রয়োগ করা। আমিও ভোট দিলাম। আমি সকলকে বিপুল সংখ্যায় বেরিয়ে আসার জন্য, ভোট দেওয়ার এবং গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আবেদন করছি৷ গুজরাটের মানুষ স্মার্ট এবং তাঁরা সবসময় ভেবেচিন্তে ভোট দিয়েছেন৷ এবারও তারা তাই করবেন।”