দিল্লিতে জাতীয় মহিলা ক্রিকেট, পালামে প্রস্তুতি শুরু ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। সৌরাষ্ট্র ম্যাচের প্রস্তুতি শুরু করলো ত্রিপুরা। সোমবার থেকে। আজ শেষ প্রস্তুতি সেরে নেবেন অম্বেষা-‌রা। দেশের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের একদিবসীয় ক্রিকেট প্রতিযোগিতা। ৭ ডিসেম্বর ত্রিপুরার প্রথম ম্যাচ সৌরাষ্ট্রের সঙ্গে। দিল্লিতে পৌঁছানোর পর এদিন প্রথম অনুশীলন করলেন পারমিতা-‌রা। এয়ারফোর্সের পলম স্টেডিয়ামে। এদিন প্রায় ২ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। অনুশীলনে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপরই বেশী জোর দেন কোচ রূমা দাস এবং নারায়ন দে। এবারের দলে বেশীরভাগ নতুন মুখ। তাই খুব একটা ভালো ফলাফলের আশা দেখছেন না টিম ম্যানেজমেন্ট। তবে মেয়েরা শেষ বহল পর্যন্ত লড়াই করবে ওই বিশ্বাস রয়েছে সকলের। অনুশীলনেও গোটা দল ছিলো সিরিয়াস। প্রতিটি ক্রিকেটারই নিজেদের সেরাটা মাঠে নিংড়ে দেওয়ার জন্য প্রস্তুত। সৌরাষ্ট্র ম্যাচের পর  ৮ ডিসেম্বর পাঞ্জাব, ১০ ডিসেম্বর মেঘালয়, ১২ ডিসেম্বর ছত্তিশগড় এবং ১৪ ডিসেম্বর বরোদার বিরুদ্ধে খেলবে ত্রিপুরা। ত্রিপুরা দলের ক্রিকেটাররা হলো:‌অম্বেষা দাস, অনামিকা দাস, অশ্মিতা নাথ,রূপালি দাস, দিপীকা পাল, জুয়েল ভুয়াল, মমিতা দেব, রিফু দেববর্মা, পারমিতা চক্রবর্তী, বিজয়া ঘোষ, মিনতি বিশ্বাস, তানিয়া দেব, ভূমিকা নায়েক, রূমা দাস, নিবেদিতা দাস, শিল্পী দেবমনাথ, পায়েল নম:‌, অদিতি দীআস, স্নেহা মজুমদার, অশ্মিতা দাস। কো‌চ:‌ রূমা দাস, নারায়ন চন্দ্র দে, ফিজিও পাপিয়া দেবনাথ, ট্রেণার:‌ বাপি বিশ্বাস।