পটনা, ৫ ডিসেম্বর (হি.স.) : বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডির সভাপতি লালু প্রসাদ যাদবের সিঙ্গাপুরের একটি হাসপাতালে কিডনি প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়েছে। লালু প্রসাদের চিকিত্সকরা অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। লালুর মেয়ে রোহিণী আচার্য, যিনি সিঙ্গাপুরে থাকেন এবং সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন, তিনি তাঁর অসুস্থ পিতাকে একটি কিডনি দান করবেন।লালু প্রসাদের ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ যাদব, লালুর স্ত্রী রাবড়ি দেবী এবং বড় মেয়ে মিসা ভারতী সিঙ্গাপুর পৌঁছেছেন। অস্ত্রোপচারের আগেই টুইট করেন রোহিণী, ” বিহারের অসংখ্য বঞ্চিত মানুষের কাছে যিনি কণ্ঠ, তাঁর দ্রুত আরোগ্য ও সৌভাগ্যের জন্য প্রার্থনা করুন।
2022-12-05