বুধবার থেকে উদয়পুরে শুরু ছোটদের ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর।। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে গেলোবারের সেরা দল কে বি আই সি সি ‘‌বি’‌। প্রতিপক্ষ জামজুরি কোচিং সেন্টার। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত হিমাংশু স্মৃতি অনূর্ধ্ব-‌১৩ লিগ কাম নকআউট ক্রিকেটে। ৭ ডিসেম্বর কে বি আই মাঠে হবে ম্যাচটি। এবছর আসরে অংশ নিয়েছে ৪ দল:‌ কে বি আই সি সি ‘‌এ’‌, কে বি আই সি সি ‘‌বি’‌, খিলপাড়া সি সি এবং জামজুরি সি সি। খেলা হবে কে বি আই এবং জামজুরি মাঠে। ‌ডাবল লিগ পর্যায়ের সেরা দুই দল ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন করবে। খেলা হবে ৪০ ওভার করে। ইতিমধ্যে সবকটি দল ভালো ফলাফলের জন্য জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারও ফেভারিট হিসাবে মাঠে নামবে কে বি আই। উদ্যোক্তা কমিটির আহ্বায়ক রতন দে ক্রীড়াসূচী ঘোষনা করেন। ১৫ ডিসেম্বর আসরের ফাইনাল ম্যাচের দিণক্ষণ ঘোষনা করা হবেয

ক্রীড়া সূচী

৭ ডিসেম্বর:‌ কে বি আই ‘‌বি’-‌ জামজুরি (‌কে বি আই মাঠ)

৮ ডিসেম্বর:‌কে বি আই ‘‌এ’‌-‌জামজুরি (‌কে বি আই)

৯ ডিসেম্বর: কে বি আই ‘‌বি’-‌ খিলপাড়া (‌কে বি আই)

১০ ডিসেম্বর:‌‌ কে বি আই ‘‌এ’-‌ খিলপাড়া (‌কে বি আই)

১১ ডিসেম্বর:‌‌ কে বি আই ‘‌এ’-‌ কে বি আই ‘‌বি’ (‌কে বি আই)

১২ ডিসেম্বর:‌‌‌ জামজুরি -‌ খিলপাড়া (‌জামজুরি)

১৪ ডিসেম্বর:‌ কে বি আই ‘‌এ’-‌ জামজুরি (‌জামজুরি)

১৫ ডিসেম্বর:‌‌ কে বি আই ‘‌বি’-‌ খিলপাড়া (‌কে বি আই)

১৬ ডিসেম্বর:‌‌ কে বি আই ‘‌এ’-‌ কে বি আই ‘‌বি’ (‌কে বি আই)

১৭ ডিসেম্বর:‌‌‌ জামজুরি -‌ খিলপাড়া (‌জামজুরি)