হায়দরাবাদ, ৫ ডিসেম্বর (হি.স.) : ব্যস্ত সময়সূচির কারণে ৬ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতে পারবেন না বলে টিআরএস নেতাকে কবিতা সিবিআইকে জানালেন। তিনি সংস্থাকে লিখিতভাবে জানিয়েছেন, এ মাসের ১১, ১২, ১৪ বা ১৫ তারিখে তেলেঙ্গানার হায়দরাবাদে তার বাসভবনে সিবিআই আধিকারিকদের সাথে দেখা করতে পারবেন।
সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির তদন্ত করছে। শুক্রবার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকে ৬ ডিসেম্বর এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করে।
তদন্ত সংস্থা সিআরপিসি-র ১৬০ ধারার অধীনে নোটিশ জারি করে সকাল ১১ টায় “জিজ্ঞাসাবাদ” -র জন্য সুবিধা মত থাকার জায়গাটি জানাতে বলা হয়েছিল। তার প্রেক্ষিতে কবিতা বিবৃতিতে বলেন, তিনি সিবিআইকে জানিয়েছেন যে তাঁর হায়দরাবাদের বাসভবনে তার সাথে দেখা করতে পারেন। এরপর ব্যস্ত সময়সূচির কারণে ৬ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে পারবেন না বলে তিনি সিবিআইকে জানিয়েছেন।

