কোভিড আতঙ্ক অস্তমিত, ভারতে ২১৯.৯৪-কোটির গণ্ডি ছাড়াল টিকাকরণ

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): কোভিড টিকাকরণ অভিযানের আওতায় নতুন মাইলফলক অতিক্রম করল ভারত। দেশব্যাপী টিকাকরণ অভিযানের আওতায় বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন মাত্র ০৭ হাজার ২৭৬ জন প্রাপক, ফলে ভারতে সোমবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৯৪-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে।

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৪ ডিসেম্বর সারা দিনে ভারতে ১,১০,৮৩৯ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। পরীক্ষিত ১,১০,৮৩৯ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন মাত্র ২২৬ জন।