নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ বনমালীপুর বিধানসভা কেন্দ্রে রবিবার শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে পদযাত্রা সংগঠিত করল যুব তৃণমূল কংগ্রেস৷ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ রাজ্যের বিভিন্ন স্থানে যেভাবে রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ৷ এ ধরনের রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপের তীব্র বিরোধিতা ও নিন্দা জানিয়ে এবং শান্তি সম্প্রীতির আহ্বান জানিয়ে রবিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের তিনটি ওয়ার্ড এলাকায় পদযাত্রা সংগঠিত করেছে যুব তৃণমূল কংগ্রেস৷ যুব তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি শান্তনু সাহার নেতৃত্বে মিছিলটি বনমালীপুর বিধানসভা কেন্দ্রের ২১, ৩০ এবং ৩১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করে৷ পদযাত্রায় অংশ নিয়ে যুব তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সাহা বলেন রাজ্যে শান্তি সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই তাদের এই উদ্যোগ৷ প্রসঙ্গক্রমে তিনি বলেন আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসীন হচ্ছে৷ সেই লক্ষ্যকে সামনে রেখেই জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে৷
2022-12-04

