বারুইপুর, ৪ ডিসেম্বর (হি. স.) শনিবার রাতে দক্ষিন ২৪ পরগনার বারুইপুর টংতলা এলাকায় নাকা চেকিংয়ের সময় পুলিশ একটি সন্দেহভাজন গাড়িতে আটক করে। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে ৪ লক্ষ ৮৮ হাজার টাকা পায়। নবীন কুমার সিং নামে এক ব্যক্তি এই টাকা নিয়ে যাচ্ছিল গাড়িতে করে। অভিজিৎ নস্কর নামে এক ব্যক্তি গাড়ি চালাচ্ছিল। তাঁদেরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোন সদুত্তর দিতে পারে নি। কোথা থেকে এতো বিপুল পরিমাণ টাকা তারা নিয়ে এসেছিল সে সম্পর্কে কোন সঠিক উত্তর না পেয়ে তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ।
জেরায় পুলিশ জানতে পারে এই টাকা চুরির টাকা এবং এঁরা নিজেরা সবটা জেনেই সেই টাকা বহন করছিল। পুলিশ গাড়িটিকে আটক করেছে। অভিযুক্তদেরকে গ্রেফতার করেছে। সঠিক কোথা থেকে এই টাকা তারা এনেছে, কোথায় নিয়ে যাচ্ছিল সে সম্পর্কে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। ধৃতদের রবিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। তাঁদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এ সম্পর্কে আরও তদন্ত করতে চাইছে পুলিশ