গুজরাটে দ্বিতীয় দফার ভোট ৫ ডিসেম্বর, ৯৩টি আসনে ৮৩৩ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা

আহমেদাবাদ, ৪ ডিসেম্বর (হি.স.): গুজরাটে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ ৫ ডিসেম্বর, সোমবার। গুজরাটের ১৪টি জেলার ৯৩টি আসনে হবে ভোটগ্রহণ সোমবার, এই দফায় ভাগ্যপরীক্ষা হবে মোট ৮৩৩ জন প্রার্থীর। ভোটগ্রহণ শুরু হবে সকাল আটটা থেকে, শেষ হবে বিকেল পাঁচটা নাগাদ। ইতিমধ্যেই যাবতীয় প্রস্তুতি সেরে ফেলেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্রের খবর, ২৬ হাজারের বেশি বুথে সোমবার ভোটগ্রহণ হবে এবং অর্ধেক বুথে ওয়েবকাস্টিং করা হবে। নির্বাচনের দিন প্রবীণ নাগরিক, মহিলা এবং দিব্যাং ভোটারদের জন্য বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

ভোটের এই পর্বে ২.৫১ কোটিরও বেশি ভোটার ৮৩৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। চলতি মাসের ১ তারিখ প্রথম দফার ভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় গুজরাটে। চলতি মাসের ৮ তারিখ ভোট গণনা হবে। প্রথম দফায় গুজরাটের মোট ১৮২টি আসনের মধ্যে ৮৯টি আসনে ভোটগ্রহণ হয়েছে, দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হবে ৯৩টি আসনে। গুজরাট বিধানসভা নির্বাচনে লড়াই মূলত বিজেপি ও কংগ্রেসের মধ্যে। পিছিয়ে নেই আম আদমি পার্টিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *