রাজ্যেও বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত যথাযোগ্য মর্যাদায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ ডায়েট কলেজের মাঠে আজ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করা হয়৷ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা সভাধিপতি অন্তরা সরকার দেব৷
শনিবার অফিস অফ দা ডিস্ট্রিক্ট প্রোজেক্ট কো-অর্ডিনেট সমগ্র শিক্ষা পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে ডায়েটের মাঠে পালন করা হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস৷ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অন্তরা সরকার দেব সভাধিপতি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ৷ উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী ছেলে-মেয়েরা বিভিন্ন ধরনের নৃত্য সংগীত ইত্যাদি প্রদর্শন করেন৷ বিশ্ব প্রতিবন্ধী দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অনুষ্ঠানের উদ্বোধক পশ্চিম ত্রিপুরা জেলার জেলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন দিব্যাঙ্গনরা আমাদের সমাজেরই অংশ৷ তাদেরকে কোনভাবেই অবহেলা করা যাবে না৷ শিক্ষা সামাজিক সহ বিভিন্ন ক্ষেত্রে যাতে দিব্যাঙ্গনরা সমান সুযোগ পেতে পারেন তা সকলকে নিশ্চিত করতে হবে৷ তিনি বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার  দিব্যাঙ্গদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা ঘোষণা করেছে৷ শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ সমাজের বিভিন্ন স্তরে যাতে দিব্যাঙ্গনরা সমস্ত সুযোগ-সুবিধা সমানভাবে ভোগ করতে পারে তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *