নেশা বিরোধী অভিযানে তেলিয়ামুড়ার রাঙ্খল পাড়ায় আটক সাতজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ তেলিয়ামুড়া থানার পুলিশ রাঙ্খল পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী ও বিলেতি মদ সহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে৷ আটক করা হয় সাত জনকে৷ গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তেলিয়ামুড়া থানার পুলিশ রাঙ্খল পাড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশী ও বিলেতি মদ সহ জুয়া খেলার সামগ্রী উদ্ধার করে৷ একই সাথে আটক করা হয় ৭ জনকে৷ ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার রাতে তেলিয়ামুড়ার মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরার নেতৃত্বে পুলিশ অভিযান চালায় রাঙ্খল পাড়া এলাকায়৷ এই অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ বিলেতি ও দেশী মদ সহ জুয়া খেলার সামগ্রী৷ আটক করা হয় সাতজনকে৷ ধৃতদের সকলের বাড়ি তেলিয়ামুড়ার রাঙ্খল পাড়া এলাকায়৷ মহকুমা পুলিশ আধিকারিক প্রসূন কান্তি ত্রিপুরা জানান এই ধরনের অভিযান আগামিদিনেও জারি থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *