দিল্লি আবগারি দুর্নীতির সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত মনীশ সিসোদিয়া : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ৩ ডিসেম্বর (হি.স.): দিল্লি আবগারি দুর্নীতি নিয়ে ফের একবার দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র। শনিবার এক সাংবাদিক সম্মেলনে সম্বিত পাত্র বলেছেন, দিল্লির আবগারি নীতিতে মণীশ সিসোদিয়ার একটি বড় ভূমিকা রয়েছে, তিনি সম্পূর্ণভাবে জড়িত।

সম্বিত পাত্র আরও বলেছেন, সিবিআই-এর এফআইআর দায়েরের পর মনীশ সিসোদিয়া একদিনে ৪টি মোবাইল হ্যান্ডসেট এবং ২-৩ মাসের মধ্যে ১৪টি হ্যান্ডসেট পরিবর্তন করেছেন। ডিজিটাল প্রমাণ নষ্ট করতে তিনি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল, আপ নেতা বিজয় নায়ার, মদ কেলেঙ্কারির অভিযুক্ত অমিত অরোরা এবং সানি মারওয়াহের সঙ্গে পরামর্শ করতে পারেন।