লালবাহাদুর-৩ (লালরিন-২, জোয়ালা)
রামকৃষ্ণ- ২ (পাসাং, বিকাশ)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর।। দুরন্ত জয় লালবাহাদুর ব্যায়ামাগারের। মসেজ হলেন ম্যাচের সেরা। ব্যর্থ রামকৃষ্ণের আক্রমণভাগ। তার জন্য জয় পেলো না রামকৃষ্ণ ক্লাব। অপরদিকে প্রাপ্ত সুযোগগুলো কাজে লাগিয়ে উদ্বোধনী ম্যাচে জয় তুলে নিলো লালবাহাদুর ব্যায়ামাগার। রাজ্য ফুটবল সংস্থা আয়োজিত শ্যাম সুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিযামে অনুষ্ঠিত ম্যাচটিতে লালবাহাদুর ব্যায়ামাগার জয়লাভ করে ৩-২ গোলে। এদিন ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকেন রামকৃষ্ণ ক্লাবের ফুটবলাররা। ম্যাচের ২৩ মিনিটে গোলরক্ষক রাজু বাসফোরের ভুলে প্রথম গোল হজম করে রামকৃষ্ণ ক্লাব। লাকপা তামাং এবং শট রামকৃষ্ণের গোলরক্ষক রাজু-র হাত ফস্কে বেরুলে সামনে থাকা মোসেস লালিরিং জোয়ালা দলকে এগিয়ে দিতে কোনও ভুল করেননি। এর ৪ মিনিট পর কেভিন ডার্লং এর রক্ষণচেরা শট থেকে একেবারে কায় বল পেয়েও জালে ঠেলতে ব্যর্থ হয়েছেন পাসান দর্জি তামাং। বল পোষ্টে লেগে প্রতিহত হয়। কপাল পুড়ে রামকৃষ্ণ ক্লাবের। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ৫ মিনিট আগে মোসেস লাল রিং জোয়ালার শট বক্সের ভিতর সোনম চাং শেরপা-র হাতে লাগলে রেফারি তাপস দেবনাথ সঙ্গত কারনে পেনাল্টির সিদ্ধান্ত দেন। স্পটকিক থেকে ব্যবধান বাড়ান জোসিয়া লাল মোয়া জোয়ালা (২-০)। দ্বিতীয়ার্ধে ম্যাচের ফেরার জন্য মরিয়া হয়ে উঠেন রামকৃষ্ণের ফুটবলাররা। বিকাশ ত্রিপুরা মাঠে নামতেই আক্রমণের গতি বাড়ে। ১৯ মিনিটে অ্যাল্টন ডার্লংয়ের ভাসানো বল থেকে ব্যবধান কমান পাসাং তামাং (১-২)। এর ২ মিনিট পর লাকপা তামাং এর থ্রু চিরে আবার লালবাহাদুরকে এগিয়ে দেন লাল রিন জোয়ালা(৩-১)।২৯ মিনিটে বিকাশ ত্রিপুরা ব্যবধান কমান দুরন্ত হেডে(২-৩)। ম্যাচের শেষের দিকেও সমতা আনতে পারতো রামকৃষ্ণ। যদিনা সহজ সুযোগ নষ্ট হতো। রেফারি তাপস দেবনাথ হলুদ কার্ড দেখান বিজীত দলের পালজোর রাপজা ভুটিয়াকে। উল্লেখ্য, লীগের প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচের স্বীকৃতি পেয়েছে বিজয়ী লাল বাহাদুর ব্যায়ামাগারের মসেজ লালরিনওয়ালা। বলা বাহুল্য, আগামীকাল থেকে প্রথম ডিভিশন লিগ ফুটবলের প্রতিটি ম্যাচ আড়াইটার পরিবর্তে বেলা দুইটা থেকে শুরু হবে বলে টিএফএ সূত্রে জানানো হয়েছে।

