নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ পারিবারিক কলহকে কেন্দ্র করে ফাঁসিতে আত্মহত্যা করে এক গৃহবধূ৷ ঘটনা কৈইয়াডেপা উটিয়া মুড়া এলাকায়৷ মৃতার নাম বুলটি আচার্য৷ জানা যায় বুলটি আচার্য স্বামীর নাম টোটন রঞ্জন ঠাকুর৷ কৈইয়াডেপা উটিয়া মুড়া এলাকায় নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করে৷ দুই বছর আগে কমলাসাগর পাণ্ডবপুর এলাকা থেকে বুলটি আচার্যের সঙ্গে বিবাহ হয় কৈইয়াডেফা এলাকার টোটন ঠাকুরের৷ এক বছর শান্তিপূর্ণভাবে সংসার করার পর বুলটি আচার্য গর্ভে সন্তান ধারণ করে৷ কিন্তু এর মধ্যে ঘটে বিপত্তি৷ কোন এক অজ্ঞাত কারণে বুলটি আচার্যর গর্ভপাত ঘটে৷ পরবর্তী সময়ে তা নিয়ে পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হয়৷ দ্বিতীয়বার সন্তান ধারণকে নিয়ে পরিবারের চলছে নানান ধরনের সমস্যা৷ এর মধ্যে রয়েছে কিছুদিন পূর্বে বুলটি আচার্য মামার বাড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়েছিল৷ সেখানে গিয়ে নিজ দাদুর সঙ্গে মোবাইলে কিছু ছবি তোলে৷ পরবর্তী সময়ে সেই ছবিগুলি ফেসবুকে আপলোড দেয়৷ তা নিয়ে স্বামী টোটন ঠাকুর আপত্তি জানায়৷ স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা বড় আকার ধারণ করে৷ এর পরিপ্রেক্ষিতেই মেয়ের আত্মহত্যা বলে অভিযোগ পরিবারের৷ পরবর্তী সময়ে মধুপুর থানা খবর পেয়ে ছুটে যায়৷ মৃতদেহ মধুপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে আসা হয়৷ এই ঘটনাটাকে কেন্দ্র করে কৈইয়াডেপা এলাকার শোকের ছায়া নেমে এসেছে৷
2022-12-02

