নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ রাজ্য জুড়ে ক্রমবর্ধমান নারী নির্র্যতনের ঘটনা বেড়েই চলেছে৷এরই প্রতিবাদে সারা ভারত গনতান্ত্রিক নারী সমিতি বিক্ষোভ মিছিল সংঘটিত করে৷ বুধবার ভানুঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে আগরতলার বিভিন্ন পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন৷ তাদের দাবি নারী সংক্রান্ত ঘটনার সাথে জড়িতদের অতিবিলম্ব গ্রেফতার করা হোক৷
ক্রমবর্ধমান নারী সংক্রান্ত অপরাধ বৃদ্ধির জেরে বুধবার আগরতলায় মিছিল করেন ভারতের গণতান্ত্রিক নারী সমিতি৷ এদিন মিছিলে অংশগ্রহণকারী অধিকাংশ মহিলারা কালো রঙের শাড়ি পরিধান করেন৷ এদিন ভারতের গণতান্ত্রিক নারী সমিতি সভানেত্রী ঝর্ণা দাস বৈদ্য পাল তীব্র ভাষায় সমালোচনা করে বলেন, নারী নির্যাতনের অভিযুক্তরা শাসকদলের ছত্রছায়ায় রয়েছে৷ ২০১৮ সালের বিজেপি ও আইপেএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখনো পর্যন্ত নারী সংক্রান্ত ঘটনা সংগঠিত হয়েছে বলে জানান তিনি৷ তাদের দাবি রাজ্যে ক্রমবধমান নারী নির্যাতন বন্ধ করা হোক৷তাদের আরও দাবি নারী সংক্রান্ত অপরাধে জড়িতদের অতিবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করা হোক৷
2022-11-30

