দিল্লির হাওয়া ফের খারাপ, শীতের মধ্যেও বাতাসের গুণগতমান বেড়ে পৌঁছল ৩৩২-এ

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির হাওয়া ফের খারাপ। দিল্লিতে বাতাসের গুণগতমান বুধবারও খুব খারাপের পর্যায়ের পৌঁছে গিয়েছে। বুধবার সকালে দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৩২, যা খুব খারাপ পর্যায়ের মধ্যেই পড়ে। দূষণের কারণে এদিন সকালে ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল দিল্লির সর্বত্রই। অক্ষরধাম, বারাপুল্লাহ সেতু, লোধি রোড সর্বত্রই ধোঁয়াশার চাদরে ঢাকা ছিল।

এদিকে, দূষণের মধ্যেও দিল্লিতে তাপমাত্রার পারদ এখন নীচের দিকেই। দিল্লিতে এখন ঠাণ্ডা জাঁকিয়ে পড়েছে, যদিও ঠাণ্ডার মধ্যেই দূষণ নাজেহাল করে তুলছে দিল্লিবাসীকে। দিল্লির পাশাপাশি সংলগ্ন হরিয়ানা, পঞ্জাবেও এখন জাঁকিয়ে ঠাণ্ডা পড়েছে। শীতে কাঁপছে উত্তর প্রদেশ, রাজস্থানও। উত্তর ভারত জুড়ে দিন-দিন বাড়ছে ঠাণ্ডা। এদিকে, দিল্লিতে বুধবার আগের দিনের তুলনায় বেড়েছে তাপমাত্রার পারদ, এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম।