রামেশ্বরম, ২৯ নভেম্বর (হি. স.): আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের দায়ে ২৪ জন ভারতীয় মৎস্যজীবীকে পাকড়াও করল শ্রীলঙ্কা নৌবাহিনী। পাশাপাশি ভারতীয় মৎস্যজীবীদের মাছ ধরার ৫টি ট্রলারও বাজেয়াপ্ত করেছে শ্রীলঙ্কা নৌবাহিনী। গ্রেফতার করার পর সকলকে কাঙ্কেসান্থুরাই বন্দরে নিয়ে যাওয়া হয়।
উত্তরাঞ্চলীয় জাফনা পেনিনসুলার কারাইনগরে শ্রীলঙ্কা নৌবাহিনী ও সে দেশের উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয়েছে ২৪ জন মৎস্যজীবীকে।পাশাপাশি মাছ ধরার ৫টি ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত মৎস্যজীবীরা সম্ভবত তামিলনাড়ুর বাসিন্দা।