নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.) : দিল্লি আদালত ১ ডিসেম্বর দিল্লি পুলিশকে শ্রদ্ধা ওয়াকার অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার নারকো টেস্ট করার অনুমতি দিয়েছে। স্পেশাল সিপি (আইন-শৃঙ্খলা) সাগর প্রীত হুডা মঙ্গলবার বলেন, দিল্লি পুলিশ পরীক্ষার জন্য আদালতের অনুমতি চাইলে সাকেত আদালত
১ ডিসেম্বর দিল্লি পুলিশের আবেদন মঞ্জুর করেছে। শ্রদ্ধা ওয়াকার হত্যা মামলায় মূল অভিযুক্ত আফতাব আমিন পুনাওয়ালার আরেকটি পলিগ্রাফ পরীক্ষা সোমবার রোহিণীর ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল) হয়েছে। তিনদিন ধরে আফতাবকে এফএসএল অফিসে নেওয়ার পরও পলিগ্রাফ পরীক্ষা শেষ করা যায়নি। এছাড়া লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে সাইকো প্রেমিক আফতাব পুনাওয়ালা যে অস্ত্র দিয়ে ৩৫টি টুকরো করেছিল, সোমবার সেই অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে দিল্লি পুলিশ দাবি করে। তবে পুলিশ এও দাবি করেছে, অভিযুক্ত এখনও পুলিশকে তদন্তে সঠিকভাবে সহযোগিতা করছে না। তাই নারকো টেস্ট করার অনুমতি চাওয়া হলে তার অনুমতি মিলেছে।