জিসি কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়শিলচরে দুটি ফ্লাইওভারলক্ষ্মীপুরে জেল স্থানান্তর সহ বরাকের উন্নয়নে বহু সিদ্ধান্তে সিলমোহরমন্ত্রিসভা শেষে জানান মুখ্যমন্ত্রী

শিলচর (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : বরাক উপত্যকার প্রথমসারির উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান গুরুচরণ কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শিলচরে দুটি ফ্লাইওভার নির্মাণ, লক্ষ্মীপুরে জেলা কারাগার স্থানান্তর সহ বরাকের উন্নয়নে বহু সিদ্ধান্তে সিলমোহর পড়েছে শিলচরে আজ মঙ্গলবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।

মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার পৌরোহিত্যে শিলচরে আজ জেলাশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে মন্ত্রিসভার বৈঠক। দিশপুর ছেড়ে এবার প্রথমবারের মতো বরাক উপত্যকায় অনুষ্ঠিত হয়েছে রাজ্য ক্যাবিনেটের বৈঠক। ক্যাবিনেট বৈঠক শেষে যাবতীয় সিদ্ধান্তের তথ্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. শর্মা বলেন, সম্প্রতি বীর লাচিত বরফুকনের ৪০০-তম জন্মবার্ষিকীর কার্যসূচিতে বরাক উপত্যকার স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অভূতপূর্বভাবে রচনা লিখে ওয়েব সাইটে আপলোড করার পাশাপাশি দিল্লিতে লাচিত বরফুকনের অনুষ্ঠানে বরাকের বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করে অসম সরকারকে সমর্থন করেছেন। এজন্য বরাক উপত্যকার জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

এছাড়া বরাক উপত্যকার জন্য গুরুত্বপূর্ণ জনহিতকর সিদ্ধান্তগুলোর তথ্য দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত গুরুচরণ (জিসি) কলেজকে স্টেট ইউনিভার্সিটি (স্বতন্ত্র) হিসেবে উন্নীত করা হবে। একে আসাম বিশ্ববিদ্যালয়ের এক্তিয়ারের বাইরে রাজ্য পর্যায়ের স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপ দেওয়া হবে।

বেতুকান্দিতে অর্ধ-সমাপ্ত স্লুইস গেটের পুনঃস্থাপন ও পুণর্নিমাণের কাজ জলসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হবে। বেতুকান্দি বাঁধের এই কাজের জন্য ৫৯ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এছাড়া মহিষাবিলকে একটি সংরক্ষিত অঞ্চল হিসাবে চিহ্নিত করতে আগামী এপ্রিল মাসে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী জানান, শিলচর রামনগর থেকে তারাপুর রেলওয়ে গেট হয়ে ট্রাংক রোড পর্যন্ত ৪.১০ কিলোমিটার দীর্ঘ উড়ালপুল (ফ্লাইওভার) নির্মাণ করা হবে। প্রস্তাবিত এই চার লেনের এলিভেটেড ফ্লাইওভার নির্মাণ করতে ঐতিহ্যমণ্ডত ইন্ডিয়া ক্লাব ভবন ধ্বংসের প্রয়োজন হতে পারে। তবে স্থানীয় জনগণের মতামতকে এ ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। তাছাড়া শিলচর-কালাইন রোডের বরাক নদীর তীরে শিববাড়ি অঞ্চলের তলিয়ে যাওয়া নির্দ্দিষ্ট ১০০ মিটারে আরেকটি ফ্লাইওভারের প্রস্তাব গ্রহণ করা হয়েছে। ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত দুই লেনের ফ্লাইওভার করা যেতে পারে। তবে তাতে সমস্যার সমাধান হবে না। সে জন্য দোতলা ফ্লাইওভার করার চিন্তাভাবনা করা যেতে পারে। শহরের ব্যবসায়িক প্রতিষ্ঠানে সমৃদ্ধ ব্যস্ততম এই অংশের রাস্তায় চার লেনের কাজ করার ক্ষেত্রে জমি অধিগ্রহণে অসুবিধার সৃষ্টি হতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে এটা কোনও ঘোষণা নয়।

এভাবে শিলচরে মিনি সচিবালয়ের উন্নয়নের জন্য ১৩৫ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে বলে জানিয়ে ড. শর্মা জানান, ডিমা হাসাও জেলার মাহুর থেকে লাইজং হয়ে কাছাড়ের রাজাবাজার পর্যন্ত মোট ১৩০ কিলোমিটার দূরত্বের রাস্তা নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে। করিমগঞ্জ জল সরবরাহ প্রকল্প নির্মাণের জন্য ৫৫ কোটি টাকা, হাইলাকান্দি জল সরবরাহ প্রকল্পে ৫৬ কোটি টাকা এবং বদরপুর জল সরবরাহ প্রকল্প নির্মাণে ২৪ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

লক্ষ্মীপুরে ১০০ শয্যার হাসপাতাল অনুমোদন করা হয়েছে। কাছাড়ের ধলাই এবং লক্ষ্মীপুরের বিন্নাকান্দিতে দুটি নতুন মডেল ডিগ্রি কলেজ স্থাপন করা হবে। একটি দুধ প্রক্রিয়াকরণ ইউনিট নির্মাণের জন্য ৮১ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। শিলচরে জেলা ক্রীড়া সংস্থার মাঠের জন্য ১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। হাইলাকান্দি ও করিমগঞ্জে আরও ৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ দুটি স্পোর্টস স্টেডিয়াম তৈরি করা হবে। বরাক ভ্যালি ইঞ্জিনিয়ারিং কলেজের জন্য ১৫ কোটি টাকা অনুদান ঘোষণা করা হয়েছে। আসাম বিশ্ববিদ্যালয়ের জন্য ১৫ কোটি মঞ্জুর করা হয়েছে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী জানান, শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ২০০ শয্যা বিশিষ্ট একটি সুপার স্পেশালিটি ব্লক নির্মাণের জন্য ২২৭ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে মেডিক্যাল কলেজ নির্মাণের জন্য ৬৫০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। পাথরকান্দিতে কৃষি কলেজ নির্মাণের জন্য ১৮০ কোটি টাকা মঞ্জুর করার পাশাপাশি শিলচর জেলা হাসপাতালকে ঢেলে সাজাতে ১৪৬ কোটি টাকা অনুদান দেওয়া হবে।

আরও জানান, শিলচরের কাছাড় হাইস্কুল, নরসিং উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং উধারবন্দের ডিএন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়কে নতুন ভবন নির্মাণের জন্য প্রত্যেকটিতে ১০ কোটি করে টাকা বরাদ্দ করা হয়েছে। রাঙ্গিরখাড়িতে রাঙ্গিরখালের কাজ আরও ১০ কিলোমিটার সম্প্রসারিত করে বাংলাঘাট পর্যন্ত কাজের জন্য বাজেটে আনুমানিক দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে। হাইলাকান্দি জেলা হাসপাতালে মা ও শিশু যত্ন ইউনিট (মাদার আ্যান্ড চাইল্ড কেয়ার হসপিটাল) তৈরির জন্য ২৩ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।

শিলচরের কেন্দ্রীয় কারাগারকে লক্ষ্মীপুরে একশো বিঘা জমিতে স্থানান্তর করা হবে এবং শিলচরের বর্তমান কারাগারের ২০ বিঘা জমিতে একটি বোটানিক্যাল গার্ডেন পার্ক তৈরি করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

তিনি জানান, প্রতি ঘণ্টায় ন্যূনতম ৪ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন একটি রাইস মিল নির্মাণ করতে ইচ্ছুক উদ্যোগীদের ৫০ শতাংশ ভরতুকি দেওয়া হবে। ডলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে যাবতীয় বিষয়ে অনুমোদন পাওয়া গেছে। হাইলাকান্দিতে একটি নতুন সার্কিট হাউসের অনুমোদন দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *