নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): কঠিন সময়ে সঠিক ও সময়মত তথ্য সরবরাহ করা সংবাদ মাধ্যমের দায়িত্ব। বললেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। করোনা-মহামারীর সময়ের কথা উল্লেখ করে তিনি বলেছেন, “কোভিড সংকট বিশ্বজুড়ে আমাদের সকলের জন্য পরীক্ষার সময় ছিল। লকডাউনের জন্য, শুধুমাত্র সংবাদ মাধ্যমই মানুষকে বাইরের বিশ্বের সঙ্গে যুক্ত করেছিল। এই ধরনের পরিস্থিতিতে, সঠিক এবং সময়মত তথ্য সরবরাহ করা মিডিয়ার দায়িত্ব হয়ে যায়।”
মঙ্গলবার এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন জেনারেল অ্যাসেম্বলিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি আরও বলেছেন, কোভিড-১৯ সচেতনতা বার্তা, গুরুত্বপূর্ণ সরকারী নির্দেশিকা এবং বিনামূল্যে অনলাইন পরামর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করেছে ভারতীয় সম্প্রচারকারী ও ভারতীয় মিডিয়া। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর আরও বলেছেন, ভূমিকম্প, অগ্নিকাণ্ড ও সন্ত্রাসী হামলার ক্ষেত্রে মিডিয়াকে দায়িত্বের সঙ্গে রিপোর্ট করতে হবে। মিডিয়াকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে, সন্ত্রাসী হামলার ক্ষেত্রে লাইভ রিপোর্টিং যেন আক্রমণকারীদের কোনও সূত্র না দেয় এবং তাদের খারাপ উদ্দেশ্যগুলিকে সহজতর না করে তোলে।