২০২০-র এপ্রিলের পর সর্বনিম্ন কোভিড-সংক্ৰমণ, ভারতে সক্রিয় রোগী ৫-হাজারের নীচে

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ নিরন্তর কমছে, মৃত্যুর সংখ্যাও তলানিতে। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৫ জন, যা ২০২০ সালের এপ্রিল মাসের পর সর্বনিম্ন। সোমবার সারা দিনে ভারতে একজন কোভিড-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, সোমবার সারা দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২১৫ জন ও মৃত্যু হয়েছে একজনের। ভারত মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬,৭২,০৬৮।

বিগত ২৪ ঘন্টায় একজনের মৃত্যুর পর মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৬১৫ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪ হাজার ৯৮২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন মাত্র ৫৩ হাজার ২৯৫ জন প্রাপক, ফলে ভারতে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৯১-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৩৬,৪৭১ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *