মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.) : উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) শিবিরে এবার বড় ধাক্কা। প্রাক্তন বিধায়ক কৃষ্ণ হেগড়ে এবার একনাথ শিন্দে দলে যোগ দিয়েছেন। শিবসেনা সাংসদ গজানন কীর্তিকর সম্প্রতি একনাথ শিন্দে শিবিরে যোগ দেওয়ার কয়েক সপ্তাহ পরে এই বিকাশ ঘটে।
এবছরের শুরুর দিকে ৩০ জুন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন একনাথ শিন্দে। ১১ অক্টোবর ভারতের নির্বাচন কমিশন শিবসেনার একনাথ শিন্দে দলকে ‘দুটি তলোয়ার এবং ঢাল প্রতীক’ বরাদ্দ করে ‘বালাসাহেবঞ্চি শিবসেনা’ (বালাসাহেবের শিবসেনা) গ্রুপের নাম হিসাবে বরাদ্দ করে।