দাহোদ, ২৯ নভেম্বর (হি.স.) : কংগ্রেস ও আম আদমি পার্টিকে একযোগে তুলোধনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বললেন, কংগ্রেস ও আপ-কে শুধুমাত্র ভোটের সময় দেখা যায়, নির্বাচন শেষ হতেই উধাও হয়ে যায় এই দু”টি দল। মঙ্গলবার গুজরাটের দাহোদে একটি নির্বাচনী জনসভায় নাড্ডা বলেছেন, কংগ্রেস এবং আম আদমি পার্টিকে শুধুমাত্র নির্বাচনের সময় দেখা যায়, ভোট শেষ হতেই অদৃশ্য হয়ে যায়। বিজেপি সর্বদা মানুষের সেবা করে বলে মন্তব্য করেছেন তিনি।
নাড্ডা এদিন আরও বলেছেন,২০ বছর আগে এই এলাকায় জলের সমস্যা ছিল, স্কুল-কলেজ, স্বাস্থ্য পরিষেবার অভাব ছিল। কিন্তু বর্তমানে এই এলাকায় সবকিছু পাওয়া যায়। এটাই হল ভারতের বদলে যাওয়া ছবি… এই হল দাহোদের বদলে যাওয়া ছবি। নাড্ডা আরও বলেছেন, আমরা ২৫ হাজার কোটি টাকা খরচ করতে যাচ্ছি যাতে কৃষক ভাইরা তাদের ক্ষেত পর্যন্ত জল পেতে পারেন। এরই পাশাপাশি কৃষকরা যাতে লাভবান হতে পারেন সেজন্য মান্ডির উন্নয়নের কাজও করা হবে।