ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর দাবিতে পথ অবরোধ ঝাড়গ্রামে

ঝাড়গ্রাম, ২৭ নভেম্বর ( হি. স.) : হাতির হানায় রোজদিন পাকা ধান সহ শীতকালীন সবজির দফারফা করছে হাতির দল। হাতির দলের হাত থেকে কিভাবে ফসল রক্ষা করবে তা ভেবে কুল পাচ্ছেন না কৃষকেরা। এদিকে হাতির দলকে বাগে আনতে ল্যাজেগোবরে অবস্থা বনদফতরের। শনিবার রাতে আবারও সাঁকরাইল ব্লকে হাতির হানায় বিঘা পর বিঘা জমির পাকা ধান, শীতকালীন সবজি খেয়ে, পায়ে মাড়িয়ে তছনছ করছে হাতির দল। যার ফলে রবিবার সকাল থেকে ক্ষতিপূরনের দাবি ও হাতি তাড়ানোর দাবিতে পথ অবরোধ করেন বাসিন্দারা। এদিন ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কিসমত রামানন্দপুর এলাকার রোহিনী, রগড়া পিচ রাস্তায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। যার ফলে রগড়া থেকে রোহিনী যাওয়ার পিচ রাস্তায় যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। সমস্যায় পড়েন পথচলতি সাধারণ মানুষজনেরা। পরে বনদফতরের আশ্বাস পাওয়ার পর অবরোধ তুলে নেয় বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত নটা নাগাদ নয়াগ্রামের দিক থেকে সুবার্নরেখা নদী পেরিয়ে প্রায় ২৫ থেকে ৩০ টি দাঁতাল হাতি সাঁকরাইল ব্লকের গড়ধরা, পাথরপাড়া, দক্ষিণদাঁড়িয়া, কিসমত রামানন্দপুর সহ কয়েকটি গ্রামের চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে শীতকালীন সবজি কফি, বেগুন, সহ বিভিন্ন সবজি চাষের ব্যাপক ক্ষতি করেছে হাতির দল। পাশাপাশি মাঠে থাকা পাকা ধান চাষেরও প্রচুর ক্ষয়ক্ষতি করেছে হাতির দলটি। অভিযোগ বনদফতরকে বারে বারে জানানো হলেও হাতি তাড়ানোর জন্য বনকর্মীরা ঘটনাস্থলে না আশায় বনদফতরের উপর ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা।

স্থানীয় কৃষকদের অভিযোগ যেভাবে সারা বছর ধরে হাতির দল ধান জমিতে তান্ডব চালিয়ে খেয়ে, পায়ে মাড়িয়ে তছনছ করে। এবার পাকা ধান জমির উপর দিয়ে হাতির দল যাতায়াত করাই সব ধান মাটিতে ঝড়ে গিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় কৃষকেরা। প্রায় দিনেই হাতির হানায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় মাথায় হাত পড়ছে কৃষকদের। আদৌও মাঠের ধান তারা ঘরে তুলতে পারবেন কি না তা নিয়ে আশঙ্কায় রয়েছেন কৃষকেরা। তাই তাদের দাবি হাতির ফসলের ক্ষতিপূরণ দিতে হবে বনদফতরকে। কৃষকদের আরও অভিযোগ সারা বছর ধরে আমাদের ধান, সবজি সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে হাতির দল। কিন্তু বনদফতর আমাদেরকে সে-তুলনায় ক্ষতিপুরণ দেন না। এবিষয়ে খড়্গপুর ডিভিশনের ডিএফও শিবানন্দ রাম বলেন, ” শনিবার সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল ব্লকে একটি হাতির দল ঢুকেছে। যে সমস্ত কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতি করছে তারা প্রত্যেকেই ক্ষতিপূরণ পাবেন। হাতি দলটিকে মনিটারিং করছে বনদফতরের কর্মীরা। “