পাটনা, ২৬ নভেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-র সরসঙ্ঘচালক মোহন ভাগবত ৪-দিনের সফরে বিহারে এসেছেন। শুক্রবার সন্ধ্যায় পাটনায় এসে পৌঁছন আরএসএস-এর ‘সরসঙ্ঘচালক’ মোহন ভাগবত। পাটনার রাজেন্দ্র নগর এলাকার আরএসএস কার্যালয়ে রাত কাটিয়ে শনিবার সকালে বক্সারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
আরএসএস প্রধান মোহন ভাগবত শেষবার এক পাক্ষিক আগে নয় দিনব্যাপী ধর্মীয় সম্মেলনের উদ্বোধনে যোগ দিতে বক্সার গিয়েছিলেন। ৪-দিনের এই বিহার সফরে বেশ কিছু কর্মসূচি রয়েছে মোহন ভাগবতের।