ত্রিপুরায় রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দরবারে যাবে বিজেপি

আগরতলা, ২৬ নভেম্বর (হি. স.) : ত্রিপুরায় সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখন পর্যন্ত সমস্ত কাজের হিসেব নিয়ে মানুষের দরজায় যাবে বিজেপি। কারণ, কাজের নিরিখেই আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনের ভোট চাইবে পদ্ম শিবির। সেই লক্ষ্যে হর ঘর বিজেপি কর্মসূচীর সূচনা হচ্ছে। আগামীকাল ২৭ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত রিপোর্ট কার্ড হাতে নিয়ে মানুষের কাছে যাবেন বিজেপি কার্যকর্তারা। আজ সাংবাদিক সন্মেলনে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা যৌথভাবে ওই কর্মসূচীর সূচনা করে এ-বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

এদিন রাজীব ভট্টাচার্য বলেন, অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা ত্রিপুরায় বুথ চলো অভিযানের সূচনা করেছিলেন। সেই অভিযান সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এখন হর ঘর বিজেপি কর্মসূচীর মাধ্যমে প্রচারের দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করতে চলেছি।

তাঁর দাবি, ওই অভিযানের অন্তর্গত বিজেপি কার্যকর্তারা সরকারের কাজের রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দরজায় যাবেন। তিনি বলেন, আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান উপলক্ষ্যে মেগা আয়োজন করা হয়েছে। ৬০টি মণ্ডল থেকে প্রায় ৭ হাজার কার্যকর্তার জমায়েত হবে। এছাড়াও প্রতিটি বিধানসভা এলাকায় রাজ্য মন্ত্রিসভার সদস্য, প্রদেশ বিজেপির বরিষ্ঠ নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্বরা অংশ নেবেন। এই অনুষ্ঠান শেষে রিপোর্ট কার্ড নিয়ে কার্যকর্তারা আনুষ্ঠানিকভাবে হর ঘর বিজেপি অভিযানের অন্তর্গত মানুষের দরবারে ছুটে যাবেন, জানান তিনি।

রাজীব বাবুর কথায়, ওই অভিযানে মানুষের মতামত সংগ্রহ করা হবে। কাজের নিরিখে মানুষের অভিজ্ঞতা জানা হবে। বিধানসভা ভিত্তিক কাজের নিরিখে ওই রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে। তাতে, আগামী বিধানসভা নির্বাচনে ৬০টি আসনেই জয়ী হতে বিজেপিকে সহায়তা করবে, দৃঢ়তার সাথে বলেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা বলেন, ত্রিপুরায় বিজেপি জোট সরকারের আমলে আইন-শৃংখলার অভূতপূর্ব উন্নতি হয়েছে। যান দুর্ঘটনা ৬ শতাংশ কমেছে। তেমনি, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর রিপোর্ট অনুযায়ী অপরাধে ত্রিপুরা বিভিন্ন রাজ্যের মধ্যে শেষের থেকে পঞ্চম স্থানে রয়েছে। তাঁর দাবি, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর একটিও রাজনৈতিক খুন হয়নি। তাই, বিজেপি মানুষের আস্থা পুণরায় ফিরে পাবে, দৃঢ় বিশ্বাসের সাথে বলেন তিনি।