শ্রীনগর, ২৫ নভেম্বর (হি.স.): জম্পেশ ঠাণ্ডায় রীতিমতো কাবু হয়ে পড়ছে ভূস্বর্গ। কাশ্মীর থেকে লাদাখ-সর্বত্রই তাপমাত্রা হিমাঙ্কের নীচে, দ্রুত তাপমাত্রা কমছে জম্মুতেও। এই মরশুমের শীতলতম রাত উপভোগ করল শ্রীনগর। বৃহস্পতিবার রাতে শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১.৪ ডিগ্রি। জমে বরফ হয়ে গিয়েছে লাদাখের দ্রাস। কাশ্মীরের সর্বত্রই এখন জমজমাট ঠাণ্ডা। আগের রাতে পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৩.৬ ডিগ্রি। গুলমার্গের তাপমাত্রা ছিল ০.০ ডিগ্রি।
জম্মুতে তাপমাত্রা কমে ৯.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। লাদাখের কার্গিলে আগের রাতের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, লেহ-তে মাইনাস ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, দ্রাসে মাইনাস ১২.৭ ডিগ্রি। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে জম্মু-কাশ্মীরে, এই মাসের শেষ পর্যন্ত কোনও বড় পরিবর্তন আশা করা যাচ্ছে না।