মরুরাজ্যে শীত পড়েছে জাঁকিয়ে, মাউন্ট আবুতে তাপমাত্রা কমে পৌঁছেছে ৩ ডিগ্রিতে

জয়পুর, ২৪ নভেম্বর (হি.স.): শীত জাঁকিয়ে পড়ছে মরুরাজ্য রাজস্থানে। দ্রুততার সঙ্গে কমছে রাতের তাপমাত্রা, রাজস্থানের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রার পারদ ৩ ডিগ্রির নীচে নেমে গিয়েছে। বৃহস্পতিবারই রাজস্থানের হিল স্টেশন মাউন্ট আবুতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের নীচে রেকর্ড করা হয়েছে।

আবার সিকার জেলার ফতেহপুর শেখাওয়াটিতে বৃহস্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীত ধীরে ধীরে জাঁকিয়ে বসছে রাজস্থানে এবং রাজ্যের অনেক জায়গায় রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যাচ্ছে। রাজস্থানের বিভিন্ন জেলায় এখন মাত্রাতিরিক্ত ঠাণ্ডা।