ক্যানিং, ২৩ নভেম্বর (হি. স.) : বুধবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুচন্দন কয়াল(১৮)। ক্যানিংয়ের মরাহলদি গ্রামের ঘটনা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বিএ প্রথম বর্ষের ছাত্র সুচন্দন কাঠের আসবাব তৈরির কাজ শিখছিলেন। এক মিস্ত্রীর সাথে সহযোগীর কাজ করতে গেছিলেন এদিন। সেখানেই যন্ত্রে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে তাঁকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সঠিক কিভাবে এই ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। যদিও পরিবারের লোকের দাবি ঘটনা ঘটার সাথে সাথে হাসপাতালে নিয়ে এলে এই মৃত্যু এড়ানো যেতো। ঘটনার অনেক পড়ে সুচন্দনকে নিয়ে আসা হয়েছে হাসপাতালে

