লখনউ, ২৩ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের লখনউ-তে অস্বাভাবিক মৃত্যু হল কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর। বুধবার ঘর থেকে উদ্ধার হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর ভাইপোর ঝুলন্ত দেহ।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, আত্মহত্যা করেছেন মন্ত্রীর ভাইপো। কেন্দ্রীয় মন্ত্রী কৌশল কিশোরের ভাইপোর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম নন্দ কিশোর। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে মন্ত্রীর আর এক ভাইপো নন্দের দেহ ঝুলতে দেখেন। তিনিই তাঁর দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। নন্দ কিশোরের ছেলে জানিয়েছেন, বেশ কিছু দিন ধরেই বিচলিত ছিলেন তাঁর বাবা। জমি-বাড়ির ব্যবসা ছিল নন্দের। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের মোহনলালগঞ্জের বিজেপি সাংসদ কৌশল কিশোর।