হাওড়া ব্রিজের মাথায় ব্যক্তি, নামাতে কালঘাম ছুটল দমকল ও পুলিশের

হাওড়া, ২৩ নভেম্বর (হি. স.) : হাওড়া ব্রিজের মাথায় আচমকাই দেখা গেল এক ব্যক্তি চড়ে বসে আছেন। ব্রিজের মাথায় চেপে ওই ব্যক্তি হাঁটাচলা শুরু করেন। মুহূর্তের মধ্যে খবর যায় হাওড়া থানা এবং দমকল বাহিনীর কাছে। পরে পুলিশ এবং দমকলের যৌথ চেষ্টায় ব্রিজ থেকে নামানো হয় ওই যুবককে। তাঁকে নামাতে রীতিমত কালঘাম ছুটে যায় তাঁদের।

স্থানীয় সূত্রে খবর, প্রায় ৪০-৪৫ মিনিটের চেষ্টায় ওই যুবককে ব্রিজ থেকে নামাতে সক্ষম হয় পুলিশ ও দমকল। পরে তাঁকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, যুবক মানসিক ভারসাম্যহীন।’

পুলিশ জানিয়েছে, ওই যুবকের নাম বলদেব কুমার। বয়স কুড়ি থেকে বাইশের কাছাকাছি। বাড়ি বিহারের বেগুসরাইয়ে। তাঁকে ঘটনার সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করা হলে সে জানায়, অনেকদিন ধরে এখানে এসে বসবাস করছে সে। বিহারের বেগুসরাইয়ে তার বাড়ি। ব্রিজের উপর থেকে বাড়ি দেখতে পাচ্ছিল। সেই কারণে ব্রিজের উপর চড়েছে।