অসম-মেঘালয় সীমান্ত সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে ছয়, ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ উভয় রাজ্য সরকারের

গুয়াহাটি / শিলং, ২২ নভেম্বর (হি.স.) : অসম-মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কারবি আংলং জেলার (অসম) মইক্রোং এলাকায় আজ মঙ্গলবার সকালে সংঘটিত গোলাগুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ছয়। এদিন সকালে প্রথমে অসমের এক বনরক্ষী এবং মেঘালয়ের তিন কাঠের চোরাকারবারির মৃত্যু হয়েছিল। পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়। আজ সংঘটিত গোলাগুলির ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে অসম সরকার। এদিকে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিলঙে আসাম হাউসের বাইরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা জানান, তিনিও আজ সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া বিভিন্ন জেলার গ্রামপ্রধান এবং ধর্মীয় নেতাদের সাথে জরুরিকালীন বৈঠক ডেকেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। তাছাড়া শিলঙের ওয়ার্ডস লেকে চেরি ব্লোসম ফেস্টিভ্যাল ২০১১-এর অঙ্গ হিসেবে শিলং সাহিত্য উৎসবের দ্বিতীয় সংস্করণের যাবতীয় কার্যক্রম বাতিল করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *