কোনও ফিজিওথেরাপিস্ট নয়, সতেন্দ্রকে ম্যাসাজ দেওয়া ব্যক্তি ধর্ষণের দায়ে জেলবন্দি

নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি.স.): বিতর্ক পিছু ছাড়ছেই না, বিতর্কের বেড়াজালে আরও বেশি করে জড়িয়ে পড়লেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। দিল্লির তিহার জেলে সত্যেন্দ্র জৈনকে যে ম্যাসাজ দিচ্ছিল, সে আসলে কোনও ফিজিওথেরাপিস্ট নয়, ধর্ষণের মামলায় জেলবন্দি এক আসামি। ওই বন্দির নাম-রিঙ্কু।

সম্প্রতি দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈনের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেই ভিডিও-তে দেখা যায়, সত্যেন্দ্র জৈনের পা ও মাথা কেউ একজন ম্যাসাজ করে দিচ্ছে। সেই ভিডিও সামনে আসতেই অরবিন্দ কেজরিওয়াল ও তার দলের বিরুদ্ধে আক্রমণ শানায় বিজেপি। তখন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী ও আপ নেতা মনীশ সিসোদিয়া বলেন, মেরুদণ্ডে চোট পাওয়ায় জেলের মধ্যে ফিজিওথেরাপি নিচ্ছিলেন সত্যেন্দ্র জৈন।

মঙ্গলবার এবার তিহার জেল সূত্রে জানা গিয়েছে, সত্যেন্দ্র জৈনকে যে ম্যাসাজ দিচ্ছিল, সে আসলে কোনও ফিজিওথেরাপিস্ট নয়, ধর্ষণের মামলায় জেলবন্দি এক আসামি। ওই বন্দির নাম-রিঙ্কু। একটি ধর্ষণ মামলায় তিহার জেলে বন্দি রিঙ্কু। তার বিরুদ্ধে পকসো আইনের ৬ এবং ভারতীয় দণ্ডবিধির ৩৭৬,৫০৬ এবং ৫০৯ নম্বর ধারায় অভিযোগ রয়েছে। সে ফিজিওথেরাপিস্ট নয়।