লখিমপুর খেরি, ২২ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জন শ্রমিকের, এছাড়াও ৭ জন আহত হয়েছেন। পুলিশ সুপার সঞ্জীব সুমন জানিয়েছেন, মঙ্গলবার সকালে লখিমপুর খেরি জেলার ভিরা রোডে একটি গাড়ি উল্টে প্রাণ হারিয়েছেন ৫ জন শ্রমিক এবং ৭ জন আহত হয়েছেন। শাহজাহানপুর থেকে পালিয়ার দিকে যাচ্ছিল গাড়িটি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ১১ জন শ্রমিক ছিলেন বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পালিয়া থানা এলাকায় রেল ক্রসিংয়ের কাছে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পর জাইলো গাড়িটি উল্টে যায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের ও ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সকলের অবস্থাই সঙ্কটজনক বলে জানা গিয়েছে।