ধুবড়ি (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গোলকগঞ্জের অসম-পশ্চিমবঙ্গ সীমান্তবর্তী এলাকায় গতকাল মধ্যরাতে পুলিশের পৃথক পৃথক অভিযানে চারটি গাড়ি সহ ১২টি গরু ও মহিষ বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গে গ্রেফতার করা হয় দুই গাড়ি চালক সহ ১০ গবাদি পশু চোরাকারবারিকে।
প্ৰথম অভিযান চালানো হয় আন্তঃরাজ্য সীমান্তবর্তী ছোটগুমায়। ওই অভিযানে পশ্চিমবঙ্গ থেকে অসমে পাচারকৃত ছয়টি গরু ও মহিষবাহী এএস ০১ ইসি ৯০৬২ নম্বরের পিকআপ ভ্যানের দুই চালককে আটক করে। একই অভিযানে এএস ০১ এওয়াই ২৩৯৪ নম্বরের আরেকটি গাড়ি সহ তিন গবাদি পশু পাচারকারীকে আটক করে পুলিশ। ধৃত চালক এবং গবাদি পশু পাচারকারীদের যথাক্ৰমে রহিম বাদশা, সাদ্দাম হুসেন, নসমত আলি, আজাদ আলি এবং রমজান আলি বলে পরিচয় পাওয়া গেছে।
একই সময় বালাজান এবং গৌরীপুর পুলিশ যৌথ অভিযান চালিয়ে গরু বোঝাই এএস ১৭ বি ৮৭৭৩ নম্বরের পিকআপ ভ্যান এবং এএস ০১ এভি ২৩৯৪ নম্বরের আরেকটি গাড়ি সহ ছয়টি গরু ও মোষ এবং আরও পাঁচ গবাদি পশু পাচরাকারীকে আটক করেছে।
এর সঙ্গে আটক করা হয়েছে যথাক্রমে আমিনুর রহমান, হাফিজুর রহমান, আব্দুর রহমান, মাজম আলি ভুইয়াঁ এবং রমেশ দাসকে। পরে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তির ভিত্তিতে ধৃত ১২ জনের বিরুদ্ধে নির্দিষ্ট আইনের নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

