উদয়পুর, ২১ নভেম্বর (হি.স.) : উদয়পুরের গোগুন্ডা থানা এলাকার ঝাদোলি গ্রামে বাবা-মা ও ৪ ছেলের মৃতদেহ উদ্ধার হওয়ায় হতবাক গোটা গ্রাম। ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এমন তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই মনে করছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার সকালে ঝাড়োলি গ্রামের বাসিন্দা প্রকাশের পুরো পরিবারের মৃতদেহ বাড়ির ভেতরে পাওয়া গেছে বলে খবর পাওয়া গেছে। প্রকাশের দেহও তার স্ত্রী দুর্গা এবং চার সন্তান গণেশ, পুষ্কর, রোশন এবং নবজাতক গঙ্গারামের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। পুলিশের অনুমান, প্রকাশও স্ত্রী ও চার সন্তানকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বর্তমানে মহকুমা আধিকারিক সহ পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।