জাকার্তা, ২১ নভেম্বর (হি.স.): শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাভা দ্বীপ। পশ্চিম জাভা দ্বীপে অনুভূত হওয়া ভূমিকম্পে মৃত্যু হয়েছে কমপক্ষে ২০ জনের। এছাড়াও ৩০০-র বেশি মানুষ আহত হয়েছেন। প্রায় কয়েক সেকেন্ড ভূমিকম্প অনুভূত হয় রাজধানী জাকার্তাতেও। ভূমিকম্পের তীব্রতায় কেঁপে ওঠে বহু ঘর-বাড়ি। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.৪।
৫.৪ তীব্রতার ভূমিকম্পের উৎসস্থল ছিল পশ্চিম যাবার সিয়াঞ্জুরে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে (৬.২১ মাইল)। এই ভূমিকম্পের জেরে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। কম্পন অনুভূত হওয়া মাত্রই রাজধানী জাকার্তায় বিল্ডিং থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান মানুষজন। ভূমিকম্পে এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে ও আহত হয়েছেন তিন শতাধিক মানুষ।