জাজপুর, ২১ নভেম্বর (হি.স.): ওডিশার জাজপুর জেলায় লাইনচ্যুত হওয়ার পর স্টেশনের ওয়েটিং হলে ধাক্কা মারল একটি মালগাড়ি। মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের, এছাড়াও ৭ জন আহত হয়েছেন। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে ইস্ট কোস্ট রেলওয়ের (ইসিওআর) খোর্ধা রোড রেলওয়ে বিভাগের অধীনে ভদ্রক-কপিলাস রোড রেলওয়ে সেকশনের কোরাই স্টেশনে। নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। ওডিশার সিডিএমও ডঃ শিবাশীষ মোহরানা জানিয়েছেন, মোট ৩ জনের মৃত্যু হয়েছে ও আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনাগ্রস্ত মালগাড়িটি ডঙ্গোয়াপোসি থেকে ছত্রপুরের দিকে যাচ্ছিল। এই মালগাড়ির আটটি ওয়াগন লাইনচ্যুত হয়। দুর্ঘটনার কারণে উভয় লাইন অবরুদ্ধ হয়ে পড়ে, এই রুটে ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে। রেল সূত্রের খবর, যাত্রীরা প্ল্যাটফর্মে এবং ওয়েটিং হলে নিজেদের গন্তব্যের জন্য ট্রেন ধরার অপেক্ষা করছিলেন। কিছু বুঝে ওঠার আগেই মালগাড়িটি হঠাৎ ওয়েটিং হলের মধ্যে ঢুকে পড়ে। তখন সকাল ৬.৪৪ মিনিট, ওয়েটিং হলে ধাক্কা মারার পর ফুট ওভার ব্রিজের সঙ্গে ধাক্কা লেগে তিন থেকে চারটি ওয়াগন থেমে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় মালগাড়ির গতি অনেক বেশি ছিল। উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা জাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অক্ষয় কুমার মল্লিক বলেন, লাইনচ্যুত কিছু ওয়াগন ফুট-ওভার-ব্রিজে উঠে ওয়েটিং হল ও টিকিট কাউন্টারের ওপর পড়ে।
ট্রেনের চুয়ান্নটি বগির মধ্যে ৮টি বগি কোরেই স্টেশনের একটি প্ল্যাটফর্মে উঠে যায়। জাজপুরের পুলিশ সুপার জানান, এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। রেলের তরফে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় প্ল্যাটফর্মে ভুবনেশ্বরমুখী লোকাল ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিলেন জনা কুড়ি যাত্রী। সে সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে প্ল্যাটফর্মে উঠে যায় মালগাড়িটি। ধাক্কার প্রাবল্যে স্টেশনের ওভারব্রিজে উঠে যায় মালগাড়ির বগি। প্রাথমিক ভাবে উদ্ধারকাজ শুরু করেন স্থানীয়রাই। আহতদের তড়িঘড়ি করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, রেলের চিকিৎসক দলকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন রেলের ডিভিশনাল ম্যানেজার।
এই দুর্ঘটনার জন্য বাতিল করা হয়েছে, হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস, শালিমার-পুরী এক্সপ্রেস, পুরী-শালিমার এক্সপ্রেস-সহ একাধিক ট্রেন। কিছু ট্রেনের যাত্রাপথকে সংক্ষিপ্ত করা হয়েছে। ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস জাজপুর পর্যন্ত যাবে। ডাউন জনশতাব্দী এক্সপ্রেসকে বাতিল করা হয়েছে। কিছু ট্রেনের গতিপথ পরিবর্তন করে সেগুলিকে জাখপুরা-জারোলি-টাটা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিছু ট্রেনকে ঝাড়সুগুদা দিয়েও ঘুরিয়ে দেওয়া হয়।
প্রাণহানির ঘটনায় রেল ও ওডিশা সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা, সামান্য আহতদের জন্য ২৫ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নিহতদের স্বজনদের প্রত্যেককে ২ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।